
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল বাসচাপায় শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেছ বাবুর্চি ছাইম মন্ডল (৪৪) নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের বীর ঘাটাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছাইম মন্ডল যশোর জেলার কোতিয়ালী থানার কবিলা গ্রামের সফিউর মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানান, নিহত ছাইম মন্ডল মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালপুরগামী একটি বাস তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আটককৃত বাস থানায় নিয়ে যায়।
এবিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।