
রাজশাহী ব্যুরো:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ও সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ মাদকবিরোধী অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন সোনামুখী ইউনিয়নের গাছবাড়ী গ্রামে মোছা: আমিনা খাতুন (২৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামির বসতবাড়ি ও দেহ তল্লাশি করে ট্যাবলেট ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আমিনা খাতুন (২৫) বগুড়া জেলার ধুনট থানার চান্দিয়া ইউনিয়নের ডানা সরকারের স্ত্রী। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার সোনামুখী ইউনিয়নের গাছবাড়ী গ্রামের মহব্বতের মেয়ে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া ও সিরাজগঞ্জ টিম যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।