
আলোকিত নিউজ ডেস্কঃ
নতুন বছরের প্রাক্কালে দেশবাসীর প্রতি উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত নিউজ–এর সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান মিলন। ২০২৬ সালকে সত্য, ন্যায়, মানবিকতা ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার বছর হিসেবে প্রত্যাশা করে তিনি দেশবাসীর ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“বিদায়ী বছর আমাদের জীবনে নানা চ্যালেঞ্জ, সংকট ও বাস্তবতার মুখোমুখি করেছে। তবে প্রতিটি সংকটের মাঝেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা। ২০২৬ সাল হোক সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার বছর যেখানে আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সচেষ্ট হবো।”
মোঃ কামরুজ্জামান মিলন তাঁর বার্তায় দেশবাসীর সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ জীবনের কামনা করেন। তিনি বলেন,“নতুন বছরে যেন কোনো ঘরে হতাশা না থাকে, কোনো পরিবার যেন অনিশ্চয়তায় না পড়ে। সবার জীবনে আসুক স্বস্তি, কর্মসংস্থান ও সম্মানের নিশ্চয়তা।”
তিনি আরও বলেন, ২০২৬ সাল যেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রবাসীসহ সব শ্রেণি-পেশার মানুষের জীবনে আশার আলো নিয়ে আসে।
গণমাধ্যম প্রসঙ্গে আলোকিত নিউজের সম্পাদক বলেন,
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম হচ্ছে জাতির দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা এবং রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নেওয়াই সাংবাদিকতার মূল দায়িত্ব।
তিনি দৃঢ়ভাবে জানান, দৈনিক আলোকিত নিউজ আগামীতেও কোনো প্রকার ভয় বা প্রলোভনের কাছে মাথানত না করে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতায় অটল থাকবে।
“সংবাদ হবে মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের সহযাত্রী—এই নীতিতে আলোকিত নিউজ কাজ করে যাবে,”—বলেন তিনি।
নতুন বছরে তরুণ সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে মোঃ কামরুজ্জামান মিলন বলেন,“তরুণরাই আগামীর বাংলাদেশ। তারা যদি শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতায় নিজেদের গড়ে তোলে, তাহলে বাংলাদেশকে কেউ পেছনে ফেলতে পারবে না।”
তিনি তরুণদের মাদক, সহিংসতা ও হতাশা থেকে দূরে থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
ঐক্য ও মানবিক মূল্যবোধের আহ্বান জানিয়ে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“আমরা যেন মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকি। বিভেদ নয় ঐক্যই হোক ২০২৬ সালের মূল শক্তি।”
তিনি মনে করেন, মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।
বার্তার শেষাংশে দৈনিক আলোকিত নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান মিলন বলেন,“আসুন, আমরা সবাই মিলে নতুন বছরের সূচনালগ্নে একটি শপথ নেই—আমরা মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো এবং একটি আলোকিত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করবো। ২০২৬ সাল হোক আমাদের সবার জন্য সাফল্য, শান্তি ও সমৃদ্ধির বছর।”