
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দীর্ঘকালীন রাজনৈতিক নেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছে,
ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক এবং ধানের শীষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ।
৩০ ডিসেম্বর (মঙ্গলবার) দেয়া এক বিবৃতিতে
বেগম জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র সংরক্ষণের সংগ্রাম ও নারী নেতৃত্বের অনন্য দৃষ্টান্তকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ।
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু শোক বার্তায় বলেন,
“বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। তার দৃঢ় নেতৃত্ব, স্পষ্টবাদিতা ও দেশের জন্য নিরলস সংগ্রাম আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।
তিনি আরো বলেন,
তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারার এক সক্রিয় রক্ষাকারীও ছিলেন।
তিনি আরও যোগ করেন, তার প্রয়াণে দেশ একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।আর আমরা হারিয়েছি গণতন্ত্রের মা কে।
আমি তার অসামান্য জীবন ও কর্মকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
এই দুঃসময়ে তার পরিবার, সহযোগী, সমর্থকসহ সর্বসাধারণের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ, নারী শিক্ষা ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়।
আমি আশা করি, বেগম খালেদা জিয়ার মতো রাষ্ট্রনায়কের জীবন ও আদর্শকে ইতিহাস সংরক্ষণের ভূমিকা পালন করবে জাতী।
এ ছাড়া ও, দেশ ও দেশের বাহিরে সকলের কাছে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেনতিনি ।
এ সংকটময় মুহূর্তে জাতীয় শোককে সম্মান জানিয়ে, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আগামী দিনগুলোতে ও গণতান্ত্রিক মূল্যবোধ ও সংহতির পক্ষে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।