1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সব পথ মিলেছে মানিক মিয়া অ্যাভিনিউতে পাটগ্রামে ছাত্রশিবির ছাত্রদল সংঘর্ষে আহত-৩ বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিবের বার্তা খালেদা জিয়ার জানাজা, মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম জিয়ার জানাজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন খালেদা জিয়ার জানাজা দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার ঢাকা-২ সীমিত, ঢাকা-৩ প্রার্থীর হিড়িক: শেষ দিনে মনোনয়ন দৌড়ে ১৫ প্রার্থী শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ ইউএনও মাদারীপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছাঁয়া, জেলা বিএনপি’র সদস্য সচিব ও সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়ার শোকবার্তা

পাটগ্রামে ছাত্রশিবির ছাত্রদল সংঘর্ষে আহত-৩

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

পাটগ্রাম প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডে, ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জোংড়া ইউনিয়ন ছাত্রশিবিরে সভাপতি মোঃ রায়হান হোসেন,৩০/১২/২৫ মঙ্গলবার তার ফেসবুক আইডিতে,তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে একটি পোস্ট করায়,ঐ ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ ও ছাত্রদলের সভাপতি ইমরানের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে, শিবির সভাপতিকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে জানা যায়।

এবিষয়ে উপজেলা শিবিরের সভাপতি মোঃ খোরশেদ আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, রায়হানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে এমন খবর পেয়ে উপজেলা সেক্রেটারি সহ আমরা কয়েকজন দায়িত্বশীল তার সার্বিক খোঁজখবর নিতে রায়হানের বাড়িতে যাই।

পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের কে সকল বিষয়ে ধৈর্য্যের সাথে মোকাবেলা করার জন্য অনুরোধ করে ও পরিবেশ শান্ত রাখার জন্য উভয় পক্ষেকে আহ্বান জানিয়ে চলে আসার সময়, পেছনে থেকে সোহাগ ও ইমরানের নেতৃত্বে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সন্ত্রাসী হামলায় উপজেলা শিবিরের সেক্রেটারি সহ বেশ কয়েকজন আহত হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুই জন গুরুতর আহত হলে তাদের কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবির সভাপতি আর‌ও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,তাই আমারা আইন সম্মান জানিয়ে কিছু বলি নাই,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করছি
এই নেককার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এবিষয়ে সোহাগ এর কাছে জানতে চাইলে তিনি কথা না বলে চলে যায়। স্থানীয় জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন সামান্য কিছু কথা নিয়ে এঘটনা ঘটিয়েছে যুবদল ছাত্রদল। তারাও নেক কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট