1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

বগুড়ার বিশেষ অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
বগুড়া জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন আমবাড়ীয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারি পাবন চন্দ্র বর্মন তার নিজ বসত বাড়িতে
গাঁজা বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন সংবাদে ভিত্তিতে অভিযান তার বসত বাড়িতেপরিচালনা করে ডিএনসির চৌকস দল। অভিযান চলাকালে বসত বাড়িতে ভিতরে থাকা অবস্থায় তার ডান হাতে ধরা একটি প্লাস্টিক ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি পাবন চন্দ্র বর্মন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের প্রহল্লাদ বর্মনের ছেলে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকের বিরুদ্ধে ডিএনসির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, স্থানীয় জনগণকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হতে হবে এবং মাদকের তথ্য গোপনে ডিএনসিকে জানাতে আহ্বান জানান।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট