
আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
আজ ২৯ ডিসেম্বর ২০২৬ সোমবার বিকালে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুর ৫ (মিঠাপুকুর) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার আমীর সহকারী অধ্যাপক গোলাম রব্বানী (দাড়িপাল্লা) মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রব্বানী(ধানের শীষ), জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর(লাঙ্গল) এবি পার্টি-আবদুল বাছেত মারজান (ঈগল) ইসলামী আন্দোলন বাংলাদেশ-গোলজার হোসেন( হাতপাখা), নাগরিক ঐক্য কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব (কেতলী) সিপিবি- আবু হেলাল, বাসদ- মমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মেজর মুকিত আল হাসান ও স্বতন্ত্র প্রার্থী-মেজর খন্দকার মুহিত আন মাহমুদ। প্রার্থীগণ সহকারী রিটার্নিং অফিসার ও মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ এঁর হাতে মনোনয়ন পত্র দাখিল করেন। সহকারী রিটার্নিং অফিসার ও মিঠাপুকুর ইউএনও প্রার্থীদের মাঝে আচারণ বিধি পড়েশুনান। প্রতিটি প্রার্থীর ৫ জন করে নেতাকর্মী মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন।