
সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মতি মোল্লা (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মতি মোল্লা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) হাসিনা আক্তারসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্দেহভাজন অবস্থায় মতি মোল্লাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম বলেন,“মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে সিংগাইর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পেলে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।”