
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও বিক্রির দায়ে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার।
এসময় অভিযানে আটক মোঃ লাদেন মিয়া (২২) ও আক্তার হোসেন (৩৭) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ফয়সাল মিয়া (১৯) ও আব্দুর রশিদ (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার। এসময় তিনি বলেন অবৈধভাবে বেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা ও বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনের দায়ে তাদের সাজা প্রদান করা হয়েছে।