
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বড্ডাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের কাজ পরিদর্শনে গিয়ে অনিয়ম চোখে পরায় কাজ বন্ধের নির্দেশ প্রদান করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভবনটির কাজ পরিদর্শনে গিয়ে নিজে হাতুড়ি হাতে কাজের মান পরিক্ষা করেন তিনি। জানা গেছে বড্ডাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের চুক্তিমূল্য ৭৯,৪৫,১১২ (ঊন আশি লাখ, পঁয়তাল্লিশ হাজার একশত বারো টাকা)।
বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার বলেন, অনিয়মের অভিযোগে তাৎক্ষনিক কাজ বন্ধের নির্দেশ প্রদান করেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও তিনি বলেন, আমি কোন কিছু নিতে আসি নাই, আধুনিক সরাইল উপজেলা বিনির্মাণে কোন প্রকার অনিয়ম ও দুর্নীতির ছাড় দেওয়া হবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।