
স্টাফ রিপোর্টারঃ
যৌথ বাহিনী (সেনাবাহিনী ও পুলিশ) অভিযান চালিয়ে তিন কিশোরকে আটক করেছে। ভুক্তভোগী একজন গৃহবধূ।
গোপনে গোসলের ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার অভিযোগে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলায় আটক করা হয়।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে তিন কিশোরকে আটক করা হয় এবং পরে তাদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীর অভিযোগের পরপরই, সাম্প্রতিক সময়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
ভুক্তভোগী গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে তা ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে শেয়ার করায় থানায় অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, গৃহবধূ গোসল করার সময় গোপনে ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।