
দামুরহুদা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার পাশ দিয়ে বয়ে চলেছে ব্রিটিশ পার্লামেন্টের পুরানো সেই মাথাভাঙ্গা নদী। যা দিনে দিনে হয়ে যাচ্ছে আয়তনে চিকন অতএব, আমরা ভারত থেকে নিজেদের অধিকারের পানি টাকা দিয়ে কিনে আনে সেই পানি পদ্মা নদী থেকে মাথাভাঙ্গা নদী হয়ে আবার ভারতেই ফেরত চলে যায়! আর সূক্ষ্ম মৌসুমে মাথাভাঙ্গা নদী পদ্মা হয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। বাংলাদেশের সরকার যেহেতু বানাতে পারেনা, পদ্মার সাথে সংযোগ মুখ খনন করবে না, তাহলে সরকারের উচিত দর্শনা থেকে পদ্মা নদী পর্যন্ত সম্পূর্ণ মাথাভাঙ্গা নদীটি ৪০/১০০ ফিট করে বিভিন্ন পরিবারকে ৫০/১০০ বছরের জন্য লিজ দিয়ে দেওয়া! তারা নিজ খরচে ৫০/১০০ ফিট পরপর একটা করে বাঁধ দিয়ে পুকুর বানিয়ে নেবে! তাহলে কয়েক হাজার পুকুর হবে। এলাকার জলাধারও তৈরি হবে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে দেশের অর্থনৈতিক উন্নতি হবে।
সরকারকে কষ্ট করে জনগণকে নিয়ে ভাবতে হবে না। খালের থেকে ভরাট পুকুর হাজার গুন শেয় হবে।