1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাবের যৌথ অভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের প্রধান পলাতক আসামি গ্রেফতার পরকীয়া নয়, টিকটক‌ই কেরে নিলো তাজা প্রাণ? স্ত্রীকে হত্যার পর টয়লেটে লাশ লুকিয়ে রাখে স্বামী হাদি বিক্ষোভের রেশ, বান্দরবানে সাবেক মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ ভবানীগঞ্জ পৌরসভায় শহর সমন্বয় কমিটির (TLCC) সভা অনুষ্ঠিত ভবানীগঞ্জ পৌরসভার পরিকল্পিত নগরায়নে মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা আন্ডারওয়ার্ল্ড কানেকশন থেকে রাজনৈতিক গডফাদার হাদি হামলার নেপথ্যে কারা? নিয়ামতপুরে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে গ্রামীণ রাস্তা প্রকল্পে অনিয়ম, প্রশ্নবিদ্ধ কাজের মান হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ, জড়ো হচ্ছেন ছাত্র-জনতা ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া

ভবানীগঞ্জ পৌরসভায় শহর সমন্বয় কমিটির (TLCC) সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম,রাজশাহী:

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) ও ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (OAFD)-এর সহযোগিতায় ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে শহর সমন্বয় কমিটির (TLCC) সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম ভূঞা।

অনুষ্ঠান পরিচালনা করেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লিটন মিয়া।

সভায় সভাপতির বক্তব্যে জনাব সাইফুল ইসলাম ভূঞা বলেন,“পৌর এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। TLCC সভার মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সমস্যা ও সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে ভবানীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, নাগরিকদের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং সব দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় পৌর এলাকার সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে।

অনুষ্ঠান পরিচালকের সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লিটন মিয়া বলেন,
“শহর সমন্বয় কমিটি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ, স্যানিটেশনসহ মৌলিক নাগরিক সেবা উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আজকের সভায় যেসব প্রস্তাব ও মতামত এসেছে, সেগুলো বাস্তবায়নে পৌরসভা আন্তরিকভাবে কাজ করবে।”

তিনি আরও জানান, ADB ও OAFD-এর কারিগরি সহায়তায় পৌরসভার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডা. মোঃ সাফিউল্লাহ নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাগমারা; জনাব মোঃ সাইদুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাগমারা থানা; জনাব মোঃ মুনছুর রহমান, উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর; জনাব মোঃ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; জনাব মোঃ সালেক উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; এবং জনাব মোঃ আঃ জব্বার, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এছাড়াও প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান কমিটির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

সভায় পৌর এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট