নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:
ভবানীগঞ্জ পৌরসভা কার্যালয়ে শহর সমন্বয় কমিটি (TLCC) সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা কার্যালয়ে গভার্নেন্স ইমার্টমেন্ট এন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (LIMITED) এবং পাটেপি সার্ভিস, আহহউমিয়ার, এলজিইডির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম ভূঞা।
অনুষ্ঠান পরিচালনা করেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লিটন মিয়া।
সভার মূল লক্ষ্য ছিল পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় বৃদ্ধি করা এবং নগরের নাগরিক সেবা আরও মানসম্মত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া।
সহকারী কমিশনার (ভূমি) ও ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম ভূঞা বলেন, “শহরের সকল উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। নাগরিক সেবা দ্রুত এবং মানসম্মতভাবে পৌঁছানোই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই, সকল বিভাগ একসাথে কাজ করে শহরের উন্নয়ন নিশ্চিত করবে। শহরের মানুষের জীবনের মান বৃদ্ধি করা এবং নাগরিক সেবা সহজলভ্য করা TLCC-এর মূল লক্ষ্য।”
গভার্নেন্স ইমার্টমেন্ট এন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (LIMITED) প্রতিনিধি: “TLCC সভার মাধ্যমে শহরের অবকাঠামো উন্নয়ন, পরিবেশ পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা প্রতিরোধ এবং নাগরিক কল্যাণমূলক কার্যক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং সকল উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
পাটেপি সার্ভিস প্রতিনিধিরা বলেন, “আমাদের সংস্থা স্থানীয় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রযুক্তি ও কার্যক্রমের মান নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করবে। TLCC সভার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং তা নগরবাসীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে।”
ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লিটন মিয়া বলেন, “আমাদের লক্ষ্য হলো নগরের পরিষেবা সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া এবং নাগরিকদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া। TLCC সভা এই দিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, সকল সংস্থা একসাথে কাজ করে শহরের উন্নয়নকে দ্রুত বাস্তবায়িত করবে।”
সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, TLCC সভার মাধ্যমে শহরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি করা গেলে, তা সরাসরি নাগরিক সেবার মান বৃদ্ধি করবে। এছাড়া তারা আশ্বাস দিয়েছেন যে, ভবিষ্যতে শহরের সকল প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে TLCC-এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
ভবানীগঞ্জ পৌরসভা এই সভার মাধ্যমে নাগরিকদের আরও স্বচ্ছ, দ্রুত এবং মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তারা আশা প্রকাশ করেছেন যে, সভায় উত্থাপিত প্রস্তাবনা ও পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং তা স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনে দৃশ্যমান প্রভাব ফেলবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. মোঃ সাফিউল্লাহ নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ সাইদুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাগমারা থানা; জনাব মোঃ মুনছুর রহমান, উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর; জনাব মোঃ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; জনাব মোঃ সালেক উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; এবং মোঃ আঃ জব্বার, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড