
আমাদের হাদি
লেখক- খালিদ হাসান মিলু
আমাদের আছে এক হাদি—
মাতৃভূমির তরে জীবন বাজি।
ভয় তার কাছে হার মানে,
মৃত্যুও যার সাহসে লাজি।
বাধা–বিপত্তি পেরিয়ে সে চলে,
পিছনে ফেরার প্রশ্ন নেই।
সত্যের পথে একা লড়ে যায়,
ঝড়–ঝঞ্ঝা তারে টলায় না সেই।
আধিপত্যবাদের বিরুদ্ধে সে নির্ভীক,
জুলুমের কাছে নত নয় শির।
অন্যায় দেখলে প্রতিবাদই তার ধর্ম,
ন্যায়ের পতাকায় অটল স্থির।
জালিমেরা ভেবেছিল—শেষ করে দেবে,
পথের কাঁটা মুছে ফেলবে আজ।
তাই তো তারা ছুড়েছিল গুলি,
ভেবেছিল নিভে যাবে সংগ্রামের সাজ।
তারা জানে না ইতিহাসের সত্য কথা—
এক হাদি পড়লে নুয়ে যায় না পথ।
এক হাদি পড়লে জন্ম নেয় হাজার,
মাতৃভূমির তরে হাজার সাহসী রথ।
হাদি শুধু একটি নাম নয়,
হাদি মানে প্রতিবাদের ভাষা।
যতদিন অন্যায় থাকবে এ মাটিতে,
হাদি থাকবে—রক্তে লেখা আশা।