
স্টাফ রিপোর্টারঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তিনি বেঁচে ফিরতে পারেননি।
ইনকিলাব মঞ্চ তাঁকে ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মহান বিপ্লবী’ বলে শহীদের মর্যাদা দিয়েছে। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে।