
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরর উপজেলার উমেদপুর ইউনিয়নের অজিফা রবিউল্লাহ্ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার আত্মহত্যার জন্য দায়ী ও প্ররোচনাকারীদের বিরুদ্ধে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীর পক্ষ থেকে ২৪ জুলাই সোমবার দুপুরে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মানবন্ধনটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রথমে উমেদপুর- শিবচর আঞ্চলিক সড়কে ও পরে উমেদপুর বাজারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সড়কটিতে তখন উভয়দিক থেকে যাবনবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে, তার আত্মহত্যার প্ররোচনাকারী রিফাত উকিল, ইব্রাহিম মাদবর, নয়ন মাদবর, মুরাদ মোড়ল ও রিফাত মাদবর এই ৫ জন সহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে শিবচর থানায় সুমাইয়া আক্তার পিতা আবুল হোসেন বাদী হয়ে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলাটিকে ধামাচাপা দেয়ার জন্য উল্লেখিত আসামীরা প্রভাবশালীদের ছত্রছাঁয়ায় চেষ্টা-তদবির চালাচ্ছেন। মামলার বাদী ও তার আত্মীয় স্বজনেরা এমন সংবাদের প্রেক্ষিতে এ মানবন্ধন ও বিক্ষোভের আয়োজন এবং অভিযোগ করে বলেন, আমরা আমাদের স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া আত্মহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচার চাই, আসামীদের ফাঁসি চাই।