
বান্দরবান সদর প্রতিনিধিঃ
১৭ নভেম্বর সোমবার রাত আনুমানিক ৪টার দিকে বান্দরবান শহরতলীতে বিশেষ টহল টিমের অভিযানে সেগুনকাঠ সহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ১০০ ঘনফুট গোলকাঠবোঝাই একটি পিকআপ আটক ও জব্দ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন বিশেষ টহল টিমের দলনেতা মো,মুনতাসির রহমান এবং টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো, রাফি-উদ-দৌলা সরদার।
জানা যায়, জব্দকৃত কাঠ ও গাড়িটি বন বিভাগের বান্দরবান সদর রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদার জানান, বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তার কঠোর নির্দেশনা রয়েছে বন ও বন্যপ্রাণী রক্ষায় কোন ধরনের অবহেলা করা যাবে না।
অভিযান প্রসঙ্গে সহযোগী রেঞ্জ অফিসার, বান্দরবান সদর রেঞ্জ এবং দলনেতা মোঃ মুনতাসির রহমান বলেন, “বনজদ্রব্য পাচার রোধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।