বান্দরবান সদর প্রতিনিধিঃ
১৭ নভেম্বর সোমবার রাত আনুমানিক ৪টার দিকে বান্দরবান শহরতলীতে বিশেষ টহল টিমের অভিযানে সেগুনকাঠ সহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ১০০ ঘনফুট গোলকাঠবোঝাই একটি পিকআপ আটক ও জব্দ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন বিশেষ টহল টিমের দলনেতা মো,মুনতাসির রহমান এবং টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো, রাফি-উদ-দৌলা সরদার।
জানা যায়, জব্দকৃত কাঠ ও গাড়িটি বন বিভাগের বান্দরবান সদর রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদার জানান, বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তার কঠোর নির্দেশনা রয়েছে বন ও বন্যপ্রাণী রক্ষায় কোন ধরনের অবহেলা করা যাবে না।
অভিযান প্রসঙ্গে সহযোগী রেঞ্জ অফিসার, বান্দরবান সদর রেঞ্জ এবং দলনেতা মোঃ মুনতাসির রহমান বলেন, “বনজদ্রব্য পাচার রোধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড