
আন্তর্জাতিক ডেস্ক:
এশিয়া সফরের অংশ হিসেবে প্রথমেই মালয়েশিয়ায় পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিক ট্রাম্পকে তার দেশে স্বাগত জানায়। তবে মালয়েশিয়া আগমনে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করায় প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
বিক্ষোভকারীরা রাত প্রায় ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করেন। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ বলে স্লোগান দেন।
পুলিশ মেনারা তাবুং হাজির সামনে, যা মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে, একটি চেকপয়েন্টে তাদের গ্রেপ্তার করে। পরে বিক্ষোভকারীদের মোটরসাইকেল হেঁটে জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলা হয় এবং সেখানে যানবাহনগুলো জব্দ করা হয়।
এর আগের দিন, ট্রাম্পের সফরবিরোধী প্রায় ৭০০ মানুষ মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ স্লোগান দেন এবং অনেকেই ‘Go Home Trump’ লেখা প্ল্যাকার্ড হাতে রাখেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।