বিনোদন ডেস্ক:
বহু প্রতীক্ষার অবসান ঘটালেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির আলোর উৎসবেই প্রকাশ্যে আনলেন তাদের আদরের কন্যা ‘দুয়া’র মুখ।
পোস্ট করা পারিবারিক ছবিতে দেখা যায়, দীপিকা, রণবীর এবং ছোট্ট দুয়া—তিনজনেই ঐতিহ্যবাহী পোশাকে সেজে তোলা মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন অনুরাগীদের সঙ্গে। দীপাবলির আলোয় ঝলমল করা ছবিগুলো একদিকে যেমন ঘরোয়া, তেমনি অন্যদিকে এক গভীর ভালোবাসার বার্তা বহন করে।
ছবিতে দীপিকা ও দুয়া দুজনেই পরেছেন লাল রঙের চুড়িদার ও মানানসই সোনার গয়না। ছোট্ট দুয়ার সাজে যেন দীপিকারই প্রতিচ্ছবি। মায়ের কোলেই কখনো হাসছে, কখনো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আশপাশে।
রণবীরও কম যাননি। পরনে ছিল অফ হোয়াইট ও ঘিয়ে রঙের শেরওয়ানি, কন্যার পাশে তার চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা—দুয়া দেখতে দীপিকার মতো, না রণবীরের?
অনেকে বলছেন, চোখেমুখে দীপিকার ছায়া স্পষ্ট, আবার কেউ কেউ রণবীরের হাসির সঙ্গে মিল খুঁজছেন দুয়ার মুখে।
ছবির সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল শেষ ফ্রেমটি, যেখানে ছোট্ট দুয়া মায়ের কোলে বসে দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন। দীপাবলির দিনে এমন ছবি যেন ভালোবাসা, বিশ্বাস আর নতুন শুরুর প্রতীক হয়ে উঠেছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর ঠিক পরদিন দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তারা একটি কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন।
সেই বছরের দীপাবলিতে কেবল মেয়ের পায়ের ছবি দিয়েই নাম প্রকাশ করেছিলেন—‘দুয়া’।
চলতি বছর, একই দিনে, মেয়ের পূর্ণ মুখাবয়ব ও উপস্থিতি প্রকাশ করে যেন নিজেদের জীবনের এক নতুন অধ্যায় ভাগ করে নিলেন তারকা দম্পতি।