আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের পাচমরা নামক স্থানে আজ২১ অক্টোবর ২০২৫ সকালে
একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। থানায় খবর দিলে থানা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক এর নির্দেশে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রচিম হাসপাতালে প্রেরণ করেন। মরদেহের কাছে আইডিকার্ড পাওয়া সূত্র অনুযায়ী তার নাম আনিচুর রহমান,পিতার নাম: ময়েন উল্যা,মাতা: রাহেলা বেগম। গ্রাম: উত্তর কুমরপুর,ডাকঘর: ভোগডাঙ্গা, কুড়িগ্রাম সদর। কুড়িগ্রাম বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, তাকে হত্যা করে গাছের সাথে ঝূলিয়ে রাখা হয়েছে।