আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত পার্লামেন্টারি ভোটে জয়লাভ করে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের পর, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ডানপন্থী জাপান ইনোভেশন পার্টি (ইশিন)’র সমন্বয়ে গঠিত নতুন জোট তাকাইচিকে নেতা হিসেবে মনোনীত করে। এই জোট গঠন ও তার নির্বাচনের মধ্য দিয়ে জাপানের রাজনীতি আরও ডানপন্থী ধারায় অগ্রসর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাকাইচি নতুন মুখ নন। দীর্ঘদিন ধরে তিনি এলডিপির উচ্চপর্যায়ের রাজনীতিতে সক্রিয়। রক্ষণশীল নীতিতে বিশ্বাসী এই নেত্রী ১৯৯৩ সালে প্রথমবার জাপানের সংসদে নির্বাচিত হন। এরপর একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে যোগাযোগ ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও ছিল।
বিশ্লেষকরা বলছেন, তার নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে নারীদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে বড় অগ্রগতি হলেও, তাকাইচির নীতিগত অবস্থান নারী অধিকার বা সমাজকল্যাণ বিষয়ে তেমন অগ্রসরধর্মী নয়।