
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসেই লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা এবং একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কন্যাশিশুরা হচ্ছে আগামীর মা, জাতির ভবিষ্যৎ কান্ডারী। তাদের নিরাপদ, সুশিক্ষিত ও আত্মনির্ভরভাবে বেড়ে ওঠা টেকসই উন্নয়নের মূল ভিত্তি। পরিবার, সমাজ ও রাষ্ট্র— সর্বস্তরে কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, কন্যাশিশুরা যেন বড় স্বপ্ন দেখে, জ্ঞান ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ হয়ে নেতৃত্বের গুণে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে সেই পরিবেশ গড়ে তোলাই আমাদের দায়িত্ব।
উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মেধাবী ছাত্রীদের হাতে সম্মাননা সনদ ও উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Like this:
Like Loading...
Related