বিনোদন ডেস্কঃ
দেশ বিদেশে ঘোরাঘুরিতে বেশ পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ব্যস্ত শুটিংয়ের ফাঁকে নিজেকে একটু সময় দিতে এবার তিনি ঘুরে বেড়াচ্ছেন থাইল্যান্ডের সমুদ্রতট পাতায়ায়।
মঙ্গলবার (৭ অক্টোবর) পাতায়ার সমুদ্রসৈকত থেকে নিজের কিছু ছবির ঝলক শেয়ার করেছেন সাদিয়া। ছবির ক্যাপশনে তিনি ছোট্ট করে লিখেছেন—‘শান্তি’। ভক্তরা ছবিগুলো বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন, এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিক্রিয়া ছাড়িয়েছে ৯ হাজারেরও বেশি।
ছবিগুলোতে সাদিয়াকে দেখা গেছে একান্তে প্রকৃতির নির্জনতা উপভোগ করতে। সমুদ্র, বাতাস আর নীরবতার মাঝে যেন নিজেকে খুঁজে পাচ্ছেন তিনি।
চলতি বছরে ‘অন্ধ বালক’, ‘উৎসব’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’সহ একাধিক আলোচিত কাজ নিয়ে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। নিজের কাজের প্রতি যেমন দায়বদ্ধ, তেমনি মানসিক প্রশান্তির জন্য ঘুরে বেড়ানোও তার রুটিনের অংশ।
এক সাক্ষাৎকারে সাদিয়া বলেছিলেন, ‘একটা চরিত্রে অনেক দিন থাকলে মাঝে মাঝে মনে হয়, একটু বেরিয়ে আসি। ঘোরাঘুরি মনকে নতুনভাবে ভাবতে শেখায়।’