স্টাফ রিপোর্টারঃঃ
গাজীপুরের কাশিমপুরে বিদ্যুৎস্পর্শে হয়ে এক তরুন ঔষধ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সন্তানের এই অকাল মৃত্যুতে দিশেহারা মা বাবা আর ভাই বোন ও স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
সোমবার সকাল আনুমানিক ৮ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ ৪ নং ওয়ার্ডের বারেকনগর এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।
স্থানীয় সূত্র জানায় নিত্যদিনের মতো সকালে নিজের ফার্মেসি খুলে বিদ্যুৎ সংক্রান্ত কিছু কাজ করছিলেন ব্যবসায়ী ইমরান হোসেন। হঠাৎ অসাবধানতা বসত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন। অচেতন অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২৫ বছর বয়সী নিহত ইমরান হোসেন সারদা গঞ্জ বারেকনগর এলাকার মেহের আলীর ছেলে। পেছনে রেখে গেছেন দুই বছর বয়সী সন্তানসহ শোকাতুর পরিবার।
এই অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, পরিশ্রমী ও সবার প্রিয় মানুষ ছিলেন ইমরান। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বইছে।