ঘাটাইল প্রতিনিধিঃ
বৈরি আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ঘাটাইল পৌর জাকের পার্টির আয়োজনে জনসভা অনুষ্ঠিত। টাঙ্গাইলের ঘাটাইল ৫অক্টোবর দুপুর ৩টায় ঘাটাইল কলেজ মোড় চত্বরে জনসভা ও সভা শেষে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় ঘাটাইল পৌর জাকের পার্টির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা (পূর্ব) জাকের পার্টির সভাপতি মোঃ আব্দুল আজিজ খান অটল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা (পূর্ব) জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, শেরপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ শামীম আহমেদ সহ অনান্যরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর জাকের পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।