আন্তর্জাতিক ডেস্কঃ
সেনাবাহিনীর হেফাজতে আত্মগোপনে ছিলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এবার কে পি শর্মা অলিকে দেখা গেল নিজ দলের রাজনৈতিক এক অনুষ্ঠানেও। এমনকি সেখান থেকে দেশবাসীর উদ্দেশে ফেরার বার্তাও দিয়েছেন তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা। সেখানে তিনি বলেন, আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?
নেপালের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আরও বলেন, আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।
একইসঙ্গে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে সৃষ্ট সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। তারা এসেছে সহিংতা ও ভাঙচুরের মাধ্যমে।
এছাড়া, কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেন কেপি শর্মা। সেইসঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কি কি নির্দেশনা দিয়েছেন সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।