
ভ্রাম্যমান রিপোর্টারঃ
বিচারকের দৃষ্টি আকর্ষণ, আটপাড়ার ছখিনা আক্তার এর পরিকল্পিত মামলার খুব্ধ এলাকাবাসী। ভ্রাম্যমান রিপোর্টারঃ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দোওজ ইউনিয়নের পশ্চিম দোওজ গ্রামের মৃত হোসেন আলী মুন্সি মেয়ে মোছাঃ ছকিনা আক্তার এর পরিকল্পিত মামলার খুব প্রকাশ করেছে এলাকাবাসী। জানা যায় গত প্রায় ,৩ বছর হয় নেত্রকোনা কোর্টে ছকিনা বাদী হয়ে একটি পরিকল্পিত মামলা দায়ের করেন। পার্শ্ববর্তী এলাকার তেলিগাতী ইউনিয়নের বিজয়পুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর পরিচালক মোঃ আল আমিন হুজুর সহ তার স্ত্রী কে আসামি করা হয়। এই এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী গণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকা বাসী সত্যতা স্বীকার করে বলেন আওয়ামী সরকারের আমলে সখিনা তার ভাইকে বিদেশ পাঠানোর নামকরণ করে এলাকার অনেক লোকজনের কাছ থেকে প্রায় ৩ / ৪ লাখ টাকা ধার খর্জা নেয় । পরে জমি বিক্রি করে দিয়ে দিবে বলে আশ্বস্ত প্রদান করে । তারভাই আলী হোসেন বিদেশে ও গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত পাওনাদার লোকেরা তাদের টাকা বুঝিয়ে পাইনি। টাকা চাইতে গেলে বিভিন্ন মামলায় ভাসিয়ে দিবে বলে হুমকি প্রদর্শন করে। এদিকে মাদ্রাসার পরিচালক আলা আমিন হুজুর কে মিথ্যা বানর ভিত্তি মামলা দিয়ে ব্যাপক হয়রানি করছে। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি ও পদক্ষেপ কামনা করছে ভুক্তভোগী মাদ্রাসা পরিচালক এবং ছাত্র-ছাত্রী, এলাকাবাসী ও সচেতন মহল। যারা তারা হলেনঃ মোঃ আব্দুর রব, আব্দুল হেকিম ব্যাপারি, মোঃ আবু কালাম, মোঃ পুতুল মিয়া, মোঃ মাজু মিয়া,হাসিম মিয়া, মোঃ কুদ্দুছ ফকির, মোঃ সেলিম মিয়া, মোঃ জসিম উদ্দিন, মোঃ খাইরুল ইসলাম, মোঃ বোস তুল ব্যাপারি, মোঃ রবিউল মিয়া, মোঃ লিটন মিয়া সহ আরও অনেকেই প্রমুখ।