বিশ্বনাথ প্রতিনিধি :
বাংলাদেশে গমন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও যুক্তরাজ্য যুবদল নেতা সাইদুর রহমান রাজুকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমপ্রতি গত (১৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্য যুবদলের লন্ডনস্থ অস্থায়ী কার্যালয়ে যুক্তরাজ্য যুবদলের বিশ্বনাথ উপজেলার নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে ওই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদের পরিচালনা অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন। প্রধান বক্তার বক্তব্যে রাখেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও যুক্তরাজ্য যুবদল নেতা সাইদুর রহমান রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ও উপস্থিত যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি জিতু মিয়া জায়গীরদার, শাহজাহান আলম, সানুর মিয়া, মিলাদ আহমদ, নানু মিয়া, আব্দুল ওয়াহিদ আলমগীর, ডিভিশিনাল-১ সহ সভাপতি লোকমান হোসেন, ডিভিশনাল-২ সহ সভাপতি রাকিব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ সুমন, নূরুল আলী রিপন, শাকিল আহমদ, রাশেদ আহমদ, আব্দুল কাইয়ুম, ডিভিশনাল-১ সহ সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জোন-১ হাসান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জোন-১ শামসুল ইসলাম, জোন-২ মাছরুল হোসেন, প্রচার সম্পাদক শিপন আহমদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, সাবেক সিনিয়র সদস্য নূর আহমদ।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লন্ডন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন সাইফুল, সহ সভাপতি উজ্জল আহমদ, ইমরান আলী সুমন, সেন্ট্রাল লন্ডন যুবদলের সাবেক সহ সভাপতি নেছার মিয়া, লন্ডন সিটি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজীব, যুগ্ম সম্পাদক ওয়ালিদুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও যুক্তরাজ্য যুবদল নেতা রানা মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী সাবেক যুগ্ম আহ্বায়ক সাহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক, যুক্তরাজ্য যুবদল নেতা এনামুল হক এনাম, আখতার হোসেন, এ কে রাজু, পাশা চৌধুরী, মামুনুর রশিদ, সাইদুর রহমান, আলী আহমদ, খালেদ আহমদ, স্বপন আহমদ, আনার মিয়া, মিতু, জাহাঙ্গীর আলম প্রমুখ নেতৃবৃন্দ।