1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হাদি বিক্ষোভের রেশ, বান্দরবানে সাবেক মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ ভবানীগঞ্জ পৌরসভায় শহর সমন্বয় কমিটির (TLCC) সভা অনুষ্ঠিত ভবানীগঞ্জ পৌরসভার পরিকল্পিত নগরায়নে মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা আন্ডারওয়ার্ল্ড কানেকশন থেকে রাজনৈতিক গডফাদার হাদি হামলার নেপথ্যে কারা? নিয়ামতপুরে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে গ্রামীণ রাস্তা প্রকল্পে অনিয়ম, প্রশ্নবিদ্ধ কাজের মান হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ, জড়ো হচ্ছেন ছাত্র-জনতা ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া রাজশাহীতে আন্তঃকলেজ ফুটবলের তৃতীয় আসর শুরু ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার নতুন ধারাকে কেউ ব্যাহত করতে পারবে না: মাওলানা আবদুল হালিম

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুর্গাপূজা উপলক্ষে তিনি মন্দির পরিদর্শনে যান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি মন্দির পরিদর্শন করেন।বাসস জানিয়েছে, পরিদর্শনে প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বেলা ১১টার দিকে তিনি মন্দিরে যান।

প্রতিবেদনে বলা হয়েছে, মন্দির পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ ছুটি।

আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় শিক্ষার্থীরা কার্যত দুদিন বাড়তি ছুটি উপভোগ করতে পারবে। ফলে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য টানা দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা পড়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ রয়েছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তা কার্যকর হবে বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে এই সময়সূচি মেনে চলতে হবে। ফলে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা দেখা দিয়েছে।

অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি দপ্তরগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির পর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরাও টানা ছুটি কাটাতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট