আশুলিয়া প্রতিনিধিঃ
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আফজাল হোসাইন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঈদগাঁওসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ চলাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জন করে বিজয়ী হলে ন্যায়নিষ্ঠ রাজনীতি ও জনসেবার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন আমির মোঃ মোখরেজুল হোসাইন (মুকুল)ইউনিয়ন সেক্রেটারি ডাঃ মাহমুদুল হাসান
শিমুলিয়া চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান
ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারি মোফাচ্ছেল হক
ইউনিয়ন শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ইমরুল কায়েশ
৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা হাবিবুর রহমান (হাবিবুল্লাহ)
ওলামা সভাপতি মাওলানা মোঃ খালিদ সাইফি
বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ মোরশেদ আলম
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ সহ মিডিয়ায় কাভারেজের জন্য বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
প্রার্থীর অঙ্গীকার
গণসংযোগ শেষে মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন,
“জনগণের দোয়া ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ বিজয়ী হতে পারলে এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।