নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার কৃতী সন্তান উছাই মং মার্মা পার্বত্য জনপদে ক্রিড়া,কলাও সংস্কৃতিতে অনন্য অবদান রাখায় বাংলাদেশে তরুণ স্বেচ্ছাসেবীদের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড”২০২৫ অর্জন করেছেন।
বান্দরবান পার্বত্য জেলার ইতিহাসে প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবর্তিত জাতীয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন নাইক্ষ্যংছড়ি সদরের এই কৃতিসন্তান।
আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে সারাদেশের মোট ১২ তরুণকে স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে ছিল এক লাখ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।
উছাই মং মার্মা বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং নাইক্ষ্যংছড়িতে প্রতিষ্ঠা করেছেন সম্প্রীতি যুব ফুটবল একাডেমি। তিনি শুধু খেলাধুলায় নয়, সমাজসেবাতেও সমান অবদান রেখে চলেছেন।
পুরস্কার গ্রহণের পর তিনি প্রতিক্রিয়ায় বলেন
“এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। আজকে বাবাকে খুব মনে পড়ছে। যতদিন বেঁচে থাকব ক্রীড়ার পাশাপাশি সমাজসেবায় কাজ করে যাব।