ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন ও ওসি তদন্ত মোঃ মোজাম্মেল হক রবিবার (১৪ সেপ্টেম্বর) পোড়াকান্দুলীয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও বাজার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা পোড়াকান্দুলীয়া বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় বাজার ইজারাদার মোঃ মনোয়ার হোসেনের সাথে মতবিনিময় করে বাজার পরিচালনার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বাজারে সিসি ক্যামেরা চালু রাখার পরামর্শ দেন।
এ সময় বাজার কমিটির ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ওসি মোঃ আল মামুন বলেনপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। থানা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।