নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাম্য ও সম্প্রতির স্লোগানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইনডোর মাঠে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে এ দিবসটি পালিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নিবার্হী সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান ভিপি টিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু নবীনগর সদর প্রেস ক্লাবের সভাপতি ও নবীনগর উপজেলা যুব দলের আহবায়ক এমদাদুল বারী , প্রিন্সিপ্যাল এনামুল হক কুতুবিসহ অন্যান্যরা।
নবীনগর সদরের প্রধান প্রধান সড়কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্যাঢ র্যালি শেষে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর জীবনী, দর্শন ও আল্লাহতালার প্রেরিত পবিত্র কোরান শরীফ থেকে তেলাওয়াত করা হয়।
এ সময় বিশ্ব শান্তি কামনায় সাম্য ও সম্প্রতির বার্তা দেন আলোচকরা। মানুষের সাথে মানুষের সৌহার্দপূর্ণ বার্তা দিয়ে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়েছে। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।