বিশেষ প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী স্কুলের পাশের মসজিদে আগুন লেগেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।