ধোবাউড়া প্রতিনিধিঃ
আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন উপলক্ষে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক মোঃ দুলাল (মেম্বার) সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াকান্দুলীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুরুল হক মন্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজহারুল প্রফেসর, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, আবদুল হামিদ, কবিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা।
আলোচনা সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীকে যথাযথভাবে উদযাপন করার জন্য আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে প্রতিটি ইউনিয়নে নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে হবে।
সভায় আরও আলোচিত হয় আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যে কেন্দ্র কমিটি গঠিত হচ্ছে তাহা যেন হয় সম্পন্ন নির্বাচনমুখী। নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে