বান্দরবান সদর প্রতিনিধিঃ
আজ সোমবার বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল নতুন পাড়া আনুষ্ঠানিকভাবে “পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা -২০২৫” কর্মসূচির আওতায় ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব উক্যনু মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জনাব দোলন কান্তি দাশ, বিশিষ্ট চিকিৎসক ডা. হ্লানু মং মারমা (সিএইসসিপি), বিএসএপি বান্দরবান সদর এরিয়া প্রোগ্রামের মনিটরিং অফিসার জনাব সাংকিপ বম এবংPFA-4 এর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার জনাব -লাব্রে অং মার্মা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসএপি (বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম)-এর পিএফএ ০৪ এর সিএফ গণ।
প্রধান অতিথির বক্তব্যে উক্যনু মার্মা বলেন,
“গ্রামকে পরিচ্ছন্ন রাখা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। গ্রামের প্রতিটি মানুষকে নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হতে হবে।”এবং গ্রাউস ও ওর্য়াল্ড ভিশন এর চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি আরও বলেন এই এলাকার মানুষের জীবন মান উন্নয়নে যে ভাবে গ্রাউস ওর্য়াল্ড ভিশন এগিয়ে এসেছে আমাদের জন্য তা গর্ব করার মতো।
অতিথিরা পরিচ্ছন্নতা, স্যানিটেশন ও জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে আরো গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করার আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের সদস্য এবং গ্রামের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
উক্যনু আরো বলেন ভবিষ্যতে এই গ্রাম কে সুয়ালক ইউনিয়নের মডেল গ্রাম হিসাবে গড়ে উঠার আশা ব্যক্ত করেন