নিজস্ব প্রতিবেদকঃ
সুজলা, সুফলা, শষ্য-শ্যামলা বাংলাদেশ যেমন নদী মাতৃক ও সাগর বেষ্টিত সৌন্দর্য্যে ঘেরা- তেমনি পাহাড়-পর্বত, গিরি-খাদ, বৃক্ষরাজি ও নয়ানাভিরাম ঝর্ণাধারায় ভরা আমাদের প্রাণের বাংলাদেশ। পার্বত্যচট্রগ্রামের বান্দরবান এর মধ্যে অন্যতম অপরুপ সুন্দর একটি জেলা- যা দার্জিলিং, সিকিম-গ্যাংটক, পোখরা, কাঠমুন্ডুকে ছাপিয়ে দেয়। এই জেলায় যেমন রয়েছে সবুজে ঘেরা অগনিত বৃক্ষরাজি,পাহাড়ী উঁচু-নীচু বাঁকে বয়ে চলা শত-শত কিলোমিটার পাকা সড়ক, তেমনি রয়েছে বিভিন্ন দর্শনীয় পর্যটন স্পট, ঝর্ণাধারা, ঝিরি, শৈলপ্রপাত- যা দেশী-বিদেশী সকল শ্রেণীর পর্যটকদের আকৃষ্ট করে, বিমোহিত করে। আলোকিত টিভির ষ্টাফ রিপোর্টার ফায়েজুল শরীফের প্রতিবেদন ও ক্যামেরায় যা দর্শক, শুভানোধ্যায়ী- আপনাদের জন্য তুলে ধরা হলো