সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহলদল নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাইপাইল এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় একটি অটোরিকশায় করে শুল্ক ফাঁকি দেওয়া নকল সিগারেট পরিবহনের সময় দুই চোরাকারবারিকে হাতেনাতে আটক করে সেনা সদস্যরা।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা একটি গুদামের তথ্য দেয়। সে সূত্র ধরে সেনা সদস্য ও পুলিশ যৌথভাবে ওই গুদামে অভিযান চালিয়ে মোট ৩ হাজার ৮১০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করে।
আটককৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে।