
হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ সজল শিকদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের পাশ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সজল শিকদার ভাওয়াল মির্জাপুর বাজার এলাকার আজিম শিকদারের ছেলে। নিয়মিত টহল অভিযানের সময় তাকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থেকে ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Like this:
Like Loading...
Related