বিশেষ প্রতিনিধিঃ
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ। ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মানুষের ভূমির মালিকানা স্বত্ত নির্ধারণ করে পর্চা, খতিয়ান ও নকশা প্রণয়ন করে। যা ভূমির মালিকানা স্বত্ত নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কনফারেন্স হলে ‘জোনাল সেটেলমেন্ট অফিসার ও চার্জ অফিসারগণের ভূমি জরিপ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন কোর্সে’ ‘’উদ্বোধনী অনুষ্ঠানে’’ তিনি এসব কথা বলেন।
ভূমির সিনিয়র সচিব বলেন, ডিজিটাল ভূমি রেকর্ড ভূমি বিষয়ক সকল তথ্য কম্পিউটার বা ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হয়। এর মাধ্যমে ভূমি মালিকানা, জমির পরিমাণ, নকশা, খাজনা এবং অন্যান্য ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে পাওয়া যায় এবং সহজে ব্যবস্থাপনা করা যায়।
সিনিয়র সচিব সালেহ আহমেদ বলেন, আধুনিক জনকল্যাণকর রাষ্ট্র বির্ণিমানের লক্ষ্য অর্জনের জন্য ভূমি রেকর্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হয়েছে। ভূমি জরিপে চালু করা হয়েছে ডিজিটাল পদ্ধতি। ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে খতিয়ান মুদ্রণ, নকশা মুদ্রণ ও নকশা প্রস্তুত করণ চলছে।
তিনি বলেন, ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়তা করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই প্রশিক্ষণের মাধ্যমে জোনাল সেটেলমেন্ট অফিসারগণ ভূমি বিষয়ক কার্যক্রম আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম হবেন এবং সরকারের ভূমি বিষয়ক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।