আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে এই হামলা চালানো হয়। এতে মোট সাতজন প্রাণ হারান।
নিহত সাংবাদিকরা হলেন—আল জাজিরা আরবির প্রতিবেদক আনাস আল শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।
দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে সংবাদ প্রচার করে আসা আনাস আল শরীফ নিহত হওয়ার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছিলেন, গাজার পূর্ব ও দক্ষিণাংশে অবিরাম বোমাবর্ষণ চলছে। তার শেয়ার করা ভিডিওতে বিস্ফোরণের ভয়াবহ শব্দ এবং কমলা আগুনের ঝলক ধরা পড়ে।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, আনাস হামাসের সামরিক শাখার নেতৃত্ব দিতেন এবং তাদের কাছে প্রমাণ রয়েছে। তবে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো এই দাবি প্রত্যাখ্যান করে একে ‘উসকানিমূলক প্রচারণা’ হিসেবে অভিহিত করেছে।
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধের শামিল। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, আনাস দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক অপপ্রচারের লক্ষ্যবস্তু ছিলেন।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ২০০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল জাজিরার একাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।