গাজীপুর প্রতিনিধিঃ
শাহিন মিয়া পিতা: মো: আব্দুল করিম মাতা:আম্বিয়া বেগম ঠিকানা: হায়দরাবাদ এমপি বাড়ি, পুর্ব পাড় পূবাইল থানা ছাএলীগের ২ নং সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেন। ছাএলীগের কার্যকম তথা আওয়ামীলীগের কার্যকম পছন্দ না হওয়ায় পদত্যাগ পএ জমা দেন ও ফেসবুকে পোস্ট করেন , পদত্যাগ পএ দেওয়ার পর আওয়ামী ছাএলীগের হামলা মামলায় আত্বগোপনে চলে যেতে হয়।
অনেক আশা ভরসা নিয়ে আগষ্ট পরবর্তী সময় এলাকায় আসেন আসার পর এলকার সন্রাসী বাহিনী,পুলিশ সব সময় তাকে গ্রেফতার করার জন্য খোঁজাখুঁজি করে থাকেন।
তার নামে থানায় কোনো মামলা নেই, তবে কেনো এই হয়রানি, একজন মানুষ ছাএলীগ করতো আবার পদত্যাগ করেছন ২০২২ সাল ডিসেম্বর ৯ তারিখে, শাহিন মিয়ার উপর কেনো এই নির্যাতন, যিনি কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত নন।তিনি দীর্ঘ দিন যাবত এলাকা ছেরে মানবিক জিবন যাপন করছে,তার অসহায়ত্ব কান্না আর্তনাদ আমরা দেখতে চাইনা। আইনের লোক যদি শাসকের অবস্হান থেকে শাোষনের ভূমিকা পালন করে, কার ইশারায় কিসের লোভে, উক্ত বিষয় গাজিপুর জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, শাহিন মিয়া যেনো এলাকায় ফিরে স্বাভাবিক জিবন যাপন করতে পারে।