আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার আবিরের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শিফটে ৩ জন শিক্ষার্থীর জন্য রয়েছে ৬ জন শিক্ষক। প্রতি একজন শিক্ষার্থীর জন্য রয়েছে ২ জন শিক্ষক।২৮ জুলাই ২০২৫ সোমবার ২টায় বিদ্যালয়ের সরেজমিন অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এমন তথ্য। এছাড়াও বিদ্যালয়টি নির্দিষ্ট সময়ের আগেই ছুটিদেন। এসময় দ্বিতীয় শিপ্টে। ৩ টি শ্রেনীর মধ্যে তৃতীয় ও ৪র্থ শ্রেনীতে ২জন তৃতীয় শ্রেনীতে কোন শিক্ষার্থী নেই ৫ম শ্রেনীতে মাত্র ১ জন শিক্ষার্থীর দেখা মিলে এ সময় হঠাৎ উপস্থিত সাংবাদিকদের দেখে তড়িঘড়ি করে স্কুলে গৃহের ক্লাস রুমে এক পর্যায়ে কথা হয় ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীরা বলেন আমাদের স্কুলে আমরাই এসেছি আর আমাদের ক্লাসের এক জন চলে গিয়েছে। আর কোন শিক্ষার্থী নেই। এবিষয়ে সহকারী শিক্ষা অফিসার( এটি ও) শাহানা পরভীন বলে প্রায় দু, বছর ধরে স্কুলের এ অবস্থা আমি মা সমাবেশ করে শিক্ষা শিক্ষার্থী বৃদ্ধির কথা বলেছি কিন্তু প্রধান শিক্ষক তা করেনি। আমি এ বিষয়ে শোকোজ করেছি তিনি কোন জবাব না দিয়ে ক্ষমা চেয়ে শিক্ষার্থী বাড়ানোর প্রতিশ্রতি দিয়েছে কার্যত তা এখন ও করতে পারেনি। উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান বলেন, আমি নতুন জয়েন্ট করেছি। কোন বিদ্যালয় দেখার এখন ও কোন সুযোগ হয়নি। তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে। বিষয়টি প্রার্থমিক অধিদপ্তরের উদ্ধর্তন কর্তৃপক্ষের ক্ষতিয়ে দেখা প্রয়োজন বলে এলাকার অভিজ্ঞমহল মনে করেন।