1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুরোহিত ও সেবাইতদের সাতক্ষীরায় ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন শিক্ষার্থীর জন্য ৫ জন শিক্ষক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি বিজ্ঞানচক্র বান্দরবানের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত মাদক সেবনকারী এবং মানব পাচারকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন মতবিনিময় সভায় অনুজা নওগাঁয় প্রেমের বিয়ের পর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবীর সাজা গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল, নিহত-৩৫ পিটার হাসের কোম্পানি’ থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলি আর অনাহারে ফিলিস্তিনি নিহত-১১৫

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর গাজার জিকিম ক্রসিং ও দক্ষিণের রাফা ও খান ইউনুসে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অনাহারে আরও ১৯ জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (স্থানীয় সময়) এই হত্যাকাণ্ড ঘটে। ইসরায়েলের অব্যাহত অবরোধ গাজায় তীব্র খাদ্য সংকটে গত এক দিনে অনাহারে আরও অন্তত ১৯ জন মানুষের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য জানায়।

জিকিমে, জাতিসংঘের একটি ত্রাণ কনভয় থেকে আটা পাওয়ার আশায় জড়ো হওয়া বিশাল জনতার ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে অন্তত ৭৯ জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও ৯ জন নিহত হন, যেখানে এক দিন আগেই ৩৬ জন মারা গিয়েছিলেন। খান ইউনুসে দ্বিতীয় আরেকটি ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও ৪ জন নিহত হন বলে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে।

জিকিমে হামলা থেকে বেঁচে যাওয়া ফিলিস্তিনি রিজেক বেতার বলেন, “আমরা ওই তরুণকে মাটিতে পড়ে থাকতে দেখি, এবং আমরা-ই তাকে সাইকেলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। আমরা তাকে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু এখানে কিছুই নেই। নেই কোনো অ্যাম্বুলেন্স, নেই খাবার, নেই জীবন—কোনোভাবে আর বেঁচে থাকা যাচ্ছে না।”

অন্য এক বেঁচে যাওয়া ওসামা মারুফ বলেন, “আমরা এই বৃদ্ধ মানুষটিকে জিকিম থেকে নিয়ে এসেছি। তিনি শুধু একটু আটা নিতে গিয়েছিলেন। আমি তাকে সাইকেলে করে বাঁচানোর চেষ্টা করেছি—এখন আমার আর আটার দরকার নেই, উনি আমার বাবার মতো। আল্লাহ যেন আমাকে ভালো কাজ করার শক্তি দেন। আর এই কষ্ট যেন বেশি দিন না থাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট