আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি মালবাহী ডিজেলবোঝাই ট্রেনে আগুন লাগে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের উৎস ডিজেল হওয়ায় তা নেভানো বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান উদ্ধারকারী কর্মীরা।
জানা গেছে, মানালি থেকে তিরুপতি অঞ্চলের দিকে যাওয়ার পথে মালগাড়িটির তিরুভাল্লুর স্টেশনের কাছে হঠাৎই আগুন লাগে। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে রেলপথ সংলগ্ন কিছু বসতি খালি করে দেওয়া হয়