জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধিঃ
আজ ১০ ই মহররম উপলক্ষে, রবিবার সকাল আট ঘটিকা হতে, পাবনা জেলার,খাস আমিনপুরে আঞ্জুমান ই কাদরিয়া তরিকার খানকা শরীফে এক বিশাল শোক রেলী বের হয়, র্যালিটি মাসুন্দিয়া খানেবাড়ি হয়ে আবার আমিনপুর খানকায়ে ফিরে আসে। এসে এখানে আলোচনা অনুষ্ঠিত হয়। এবং শোকের মাতম করা হয় , কামরুজ্জামান আবুল মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমিনপুর মসজিদের পেশ ইমাম জাহিদ হাসান। আলোচনায় বক্তারা শহীদে কারবালার হোসাইন এর জীবনী নিয়ে আলোচনা করেন। কাফেরেরা কিভাবে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছিলেন এ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মিলাদ শেষে তাবারোক,বিতরণ করে।