ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, কলম, স্কেল ও পেন্সিল বিতরণ করলো মাদারীপুর জেলা ছাত্রদল। রবিবার ২৯ জুন ও ১ লা জুলাই তারিখ সকালে মাদারীপুর সরকারী মহিলা সুফিয়া কলেজ, ডনোভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও চরমুগরিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়। পাশাপাশি অভিভাবকদের বসার জন্য সেখানে সুব্যবস্থা করা হয়। এতে উক্ত সরকারী মহিলা কলেজ ও সরকারী ডনোভান স্কুল ও চরমুগরিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকেরা অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশের পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন। এটা পজিটিভ হিসাবেও দেখছে মাদারীপুরের মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ছাত্রদল নেতা মোঃ ইকবাল হোসাইন, সরকারী কলেজ শাখার ছাত্রদল আহবায়ক প্রার্থী ইব্রাহিম, মেহেদী হাসান ও সদস্য সচিব প্রার্থী মোঃ জিহাদ, মোঃ ইমন সহ অন্যান্য ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদল নেতা মোঃ ইকবাল হোসাইন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আমরা মাদারীপুর জেলা ছাত্রদলের তত্বাবধানে ও কলেজ শাখার উদ্যোগে আরো অনেকগুলো কলেজ ও স্কুলের এইচ,এস,সি পরীক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের পরীক্ষাকালীন সময়ে এ কর্মসূচী অব্যাহত রাখবো।