1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ রনি ও সেলিম মাস্টারের প্রতি শিবগঞ্জ প্রশাসনের শ্রদ্ধা পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে বিসিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত সাদুল্লাপুরে ৩ বছর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নওগাঁ জেলা বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা নীলফামারী জেলা প্রশাসকের উদ্যোগে অবৈধ পলি ব্যাগের বিরুদ্ধে অভিযান জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক মহাস্থান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নড়াইলে প্রতিবন্ধীর জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিন্টারগার্ডেন এর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছে, উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা

১২ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অযিযোগে থানায় মামলা

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্দার মানিক পশ্চিমপাড়া এলাকায় এক শিশু(১২) মাদ্রাসা শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে চায়ের দোকানদারের বিরুদ্ধে ।এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীর পিতা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ।তবে এ ঘটনার পর থেকে ওই ধর্ষক পলাতক রয়েছে । অভিযুক্ত চা দোকানদার হলেন খুলনা জেলার দিঘলীয়া উপজেলার দেবনগর দেয়াড়ী গ্রামের সায়েম সরদারের ছেলে নওশের আলী সরদার(৫৬) ।সে উপজেলার মৌচাক আন্দারমানিক এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে লেবারের কাজ ও চায়ের দোকানের ব্যবসা করতেন ।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, গত ৯ জুন রাত আটটার দিকে ওই মাদ্রাসা শিক্ষার্থী মশলা কেনার জন্য পাশের একটি দোকানে গেলে পথিমধ্যে নওশের ওই শিক্ষার্থীকে পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচ তলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ।পরে বিষয়টি কাউকে না বলতে মেরে ফেলার হুমকি দিয়ে বাসায় পাঠিয়ে দেয় ।

এদিকে এ ঘটনার প্রায় সাত দিন পর ওই শিক্ষার্থীর আরেক সহপাঠীকে ৩০০ টাকার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিলে ওই শিক্ষার্থী রেগে উঠেন ।এসময় নওশের জানান তোমার ওই বান্ধবীকে ২০০ টাকা দিয়ে আকাম করেছি তুমি রাজি থাকলে তোমাকে ৩০০ টাকা দিবো ।এদিকে ওই সহপাঠী নওশের কথায় রাজি না হয়ে বিষয়টি ধর্ষণের শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে বিষয়টি জানায় ।

এদিকে ওই শিক্ষার্থীর বাবা এলাকাবাসীর সহযোগিতায় ওই ধর্ষণ কারীকে আটক করার চেষ্টা করলে নওশের গোপনে বিষয়টি জানতে পেয়ে গা ঢাকা দেয় ।

এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেল পরিক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন ।

মৌচাক ফাঁড়ি পুলিশের ইনর্চাজ সেলিম হোসাইন জানান শিক্ষার্থী ধর্ষণের একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট